স্মার্ট এনআইডি বিতরণ ১ নভেম্বর থেকে বন্ধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্মার্টকার্ড (এনআইডি) বিতরণ ১ নভেম্বর থেকে বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন শেষে আবার তা চালু হবে।

Islami Bank

সম্প্রতি এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে ইসি সূত্র জানিয়েছে। এরই মধ্যে এনআইডি অনুবিভাগকে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন>> স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্রের ভূমিকা চান ড. ইউনূস

one pherma

নির্দেশনায় বলা হয়, মাঠ পর্যায়ে চলমান স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। ১ নভেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি মাঠ পর্যায়ে জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে হবে ভোটগ্রহণ। এরপর স্মার্ট এনআইডি বিতরণ ফের চালু হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us