ঘরে ঢুকে হামলা: আহত সেই চিকিৎসকের মৃত্যু

কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় নিজ ঘরে হামলার শিকার শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Islami Bank

সোমবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

ডা. জহিরুল হক কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার নুরুল হকের ছেলে। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক শিক্ষার্থী ও বেসরকারি ইস্টার্ন মেডিক্যালের সাবেক প্রভাষক। রেসকোর্স এলাকার শাপলা টাওয়ারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। সেখানেই তার চেম্বার।

আরও পড়ুন>> স্মার্ট এনআইডি বিতরণ ১ নভেম্বর থেকে বন্ধ

one pherma

স্বজনরা জানান, শনিবার শাপলা টাওয়ারে পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষের জেরে ও চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ডা. জহির ও তার স্ত্রীকে হিমিকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

এদিকে, ঘটনার দিন রাতে ডা. জহিরের স্ত্রী ফারহানা আফরিন হিমি বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

আসামিরা হলেন— সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া পাপ্পু ও তার স্ত্রী সুমী, ছেলে আরহাম ও আহনাফ এবং সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদ।

কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, এ ঘটনায় গ্রেফতার পাপ্পুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us