যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ

 যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। ফিলিস্তিনিদের জন্য প্রাথমিকভাবে ৫০০ কেজি শুকনো খাবার পাঠানো হচ্ছে।

Islami Bank

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রতীকী খাবার তুলে দেন।

আরও পড়ুন>> ২৮২ রানের বড় পুঁজি পাকিস্তানের

এ সময় এ কে আব্দুল মোমেন বলেন, জেনোসাইডের কথাগুলো সঠিকভাবে আসতে হবে। তাদের এখন ৫০০ কেজি শুকনো খাবার দেওয়া হলো। পরে ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে।

one pherma

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, এ সাহায্য নির্দেশ করে, ফিলিস্তিনিরা একা নয়। আমরা ন্যায়বিচার ও মুক্তির জন্য লড়ছি। বাংলাদেশ আমাদের সাহস দিয়েছে। আমরা সংগ্রামের শক্তি ও সাহস পাচ্ছি। আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে, পরিবারের সদস্যদের মেরে ফেলা হচ্ছে। সেই গল্পগুলো সঠিকভাবে আসে না।

তিনি আরও বলেন, যেখানে পশ্চিমারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন বাকি বিশ্বের সিদ্ধান্ত নেওয়ার সময়। ন্যায়বিচার, মানবাধিকারের প্রয়োজনে আমাদের লড়াই কখনই শেষ হবে না।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us