আজ ‘বাহুবলী’র জন্মদিন

দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাস। চলচ্চিত্র পরিবারে জন্ম তার। চলচ্চিত্র প্রযোজক উপ্পালাপতি সূর্য নারায়ণ রাজুর ছেলে হিসেবে শৈশবেই রূপালি পর্দার প্রতি প্রবল টান অনুভব করেছেন তিনি। ধীরে ধীরে দক্ষ অভিনয় দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছাতেও খুব একটা বেগ পেতে হয়নি তার। ভারতের অন্যতম ধনী ও খ্যাতিমান তারকার মধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। নামের পাশে লাভ করছেন ‘বাহুবলী’ উপাধী। আজ প্রভাসের জন্মদিন।

Islami Bank

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ১৯৭৯ সালে প্রভাসের জন্ম হয়েছিল প্রভাসের। বাবা-মা ছাড়াও প্রভাসের দাদা ও দিদি রয়েছেন। হায়দরাবাদের নালন্দা কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করেছেন প্রভাস। সত্যানন্দ ফিল্ম ইন্সটিটিউড থেকেও পড়াশোনা করেছিলেন প্রভাস।

আরও পড়ুন>> যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ

‘ঈশ্বর’ সিনেমার হাত ধরেই রূপালি পর্দার সঙ্গে তার পথচলা। এরপরের বছরেই ২০০৩ সালে তিনি ‘রাঘবেন্দ্র’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন প্রভাস। ২০০৫ সালে এসএস রাজামৌলির সঙ্গে প্রথমবার কাজ করেন তিনি। এ সিনেমায় এক রিফিউজির ভূমিকায় অভিনয় করেন তিনি।

one pherma

এরপর ২০১২ সালে ‘রেবেল’ সিনেমায় অভিনয় করেন প্রভাস। এরপর একাধিক সিনেমায় কাজ করেন তিনি। কিন্তু প্রভাসের খ্যাতিকে পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছিল, সেটি হলো ‘বাহুবলী’ (বাহুবলী দ্য বিগিনিং)। ২০১৫ সালে রাজা মৌলীর প্রযোজনায় এ সিনেমা বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হয়েছিল ভারতজুড়ে।

এ সিনেমা প্রভাসের খ্যাতিকে ছড়িয়ে দেয় ভারতব্যাপী। ২০১৫ সালের পরে ২০১৭ সালে মুক্তি পায় বাহুবলীর সিক্যুয়াল (বাহুবলী-২)। এটিই প্রথম সিনেমা যেটি ১০ দিনে ১০০ কোটির ব্যবসা করেছিল। এ সিনেমার জন্য একাধিক পুরস্কার পান প্রভাস। শোনা যায় বাহুবলীর জন্য ওজন বাড়িয়ে ১০৫ কেজি করেছিলেন প্রভাস।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us