সমাবেশ ঘিরে মাঠে থাকবে দুই হাজার আনসার

বিএনপির সমাবেশ ঘিরে শনিবারের (২৮ অক্টোবর) মাঠে থাকবে দুই হাজার আনসার সদস্য। আইনশৃঙ্খলা রক্ষায়ঢাকা মহানগর এলাকায় ডিএমপি পুলিশকে সহায়তা করবে তারা।

Islami Bank

শুক্রবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন>> ২০ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি

আদেশে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি পুলিশকে সহায়তার জন্য ২৮ অক্টোবর এক দিনের জন্য দুই হাজার আনসার সদস্যকে ঢাকায় স্ট্যান্ডবাই থাকবেন। সকাল ৮টা থেকে তারা দায়িত্ব পালন করবেন।

one pherma

ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, বিএনপির সমাবেশ কেন্দ্র করে ২৫ হাজারের বেশি ফোর্স দায়িত্ব পালন করবে। মহানগর পুলিশ সদস্যদের ছুটি বাতিল করে মাঠে থাকতে বলা হয়েছে। তবে সদস্যদের কাউকেই অতি উৎসাহী হয়ে কর্মসূচিতে বাধা দিতে নিষেধ করা হয়েছে।

এদিকে, মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে উচ্চক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে ডিএমপি। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে ও সমাবেশে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে করতে এই সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us