আজ ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জর্জ মোরেরা দা সিলভা আজ শ‌নিবার (২৮ অ‌ক্টোবর) ঢাকায় আস‌ছেন। একইসঙ্গে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস) এর নির্বাহী পরিচালক তিনি।

Islami Bank

শুক্রবার (২৭ অ‌ক্টোবর) ইউএনওপিএস-এর ঢাকা অ‌ফিস এ তথ্য জানায়।

আরও পড়ুন>> গাজায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

সফরসূচি অনুযায়ী, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জর্জ মোরেরা দা সিলভা দুই দিন ঢাকায় থাকবেন। সফরকা‌লে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

one pherma

এ ছাড়া দা সিলভা রাজধানীর মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল পরিদর্শন করবেন।

সফরে ইউএনওপিএস-এর নির্বাহী পরিচালক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us