যুবদল নেতার মৃত্যু নিয়ে যা বলছে পুলিশ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শামীম মোল্লা নামের এক যুবদল নেতা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা গেছেন। তবে পুলিশ বলছে, শামীমের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Islami Bank

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক পুলিশের উপমহাপরিদর্শক মো. রেজাউল হায়দার বলেন, ‘শামীমকে অচেতন অবস্থায় রাস্তা থেকে তুলে আনেন কয়েকজন। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

আরও পড়ুন>> হরতালের নামে নৈরাজ্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

one pherma

এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী বলেন, ‘শামীম মোল্লার বাবার নাম ইউসুফ মোল্লা। তিনি মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি। আজ বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’

যুবদলের এক নেতা গণমাধ্যমকে বলেন, আজ শনিবার দুপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে আহত হয়ে শামীম মারা গেছেন। বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us