হরতালেও চলবে ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা

রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ। হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করলেও ঢাবি অধিভুক্ত সাত কলেজর চূড়ান্ত পরীক্ষা চলমান থাকবে। তবে এ নিয়ে অধিভুক্ত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ভীতি বিরাজ করছে।

শনিবার (২৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক এবং ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, সাত কলেজের চলমান পরীক্ষা আগামীকাল যথা সময়ে অনুষ্ঠিত হবে।

‘হরতালের কারণে শিক্ষার্থীরা যাতায়াত ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে, এরপরও কেন পরীক্ষা স্থগিত নয়?’- জানতে চাইলে অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, পরীক্ষার বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস দেখে। তাদের সঙ্গে কথা বলুন।

আরও পড়ুন>>যুবদল নেতার মৃত্যু নিয়ে যা বলছে পুলিশ

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হল চৌধুরী বলেন, যথাসময়ে পূর্বঘোষিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটাই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই।

এদিকে, হরতালের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, হরতালের মধ্যে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য পরীক্ষা দেওয়া খুবই কঠিন হবে। যেমন সাভারের শেষ প্রান্ত ডেমরা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও। জীবনের নিরাপত্তা কে দেবে? যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা স্থগিত, সেখানে তাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।

উল্লেখ্য, আগামীকাল রোববার ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতক (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষের এবং স্নাতকোত্তর শ্রেণীর ২০২২ সালের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজধানীর সরকারি সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us