সিলিন্ডারের আগুনে মা-মেয়ের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মা ও মেয়ে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।

Islami Bank

শনিবার (১৯ জুন) সন্ধ্যায় গৃহবধূর ভগ্নিপতি সাইফুল ইসলাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুনে নিহতরা হলো- গৃহবধূ সোনিয়া জান্নাত (২৫) ও তার দুই বছর বয়সী শিশুকন্যা হুমাসা জান্নাত। স্বামী গোলাম মোস্তাফা গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় দেলোয়ার হোসেনের ফ্ল্যাট বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থেকে পার্শ্ববর্তী মেঘনা সাইকেল ইন্টাস্ট্রিজ লিমিটেড নামক কারখানায় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

শনিবার বেলা সোয়া ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের তামিশনা ফ্যাশন ওয়্যার লিমিটেডের সামনে দেলোয়ার হোসেনের বহুতল ভবনের পাঁচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে এ আগুনের ঘটনা ঘটে।

one pherma

আগুনে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া গৃহবধূ সোনিয়া জান্নাত (২৫) ও তাদের দুই বছর বয়সী শিশু কন্যা হুমাসা জান্নাত দগ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা মেডিকেল সেন্টার ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সোনিয়া জান্নাত ও সন্ধ্যায় হুমাসা জান্নাতের মৃত্যু হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান জানান, ধারণা করা হচ্ছে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ই বাংলা/ আই/ ১৯ জুন, ২০২১

Contact Us