ব্যাটিং ব্যর্থতায় আরেকটি হার বাংলাদেশের

বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তেই বাংলাদেশ। মঙ্গলবার ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে হেরেছে ৭ উইকেট ব্যবধানে। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২০৪ রানে অলআউট হয় সাকিবব্রিগেড। সহজ লক্ষ্য তাড়ায় ৩ উইকেট হারানো পাকিস্তান জয়ের বন্দরে নোঙর করে ১২৫ বল হাতে রেখেই। এই হারে সেমিফাইনালের রেস থেকে কাগজে-কলমে বাদ পড়ল বাংলাদেশ।

Islami Bank

দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে জয়ের পথ মসৃন করে পাকিস্তান। আব্দুল্লাহ শফিক এবং ফখর জামানের উদ্বোধনী জুটিতে তাদের খাতায় যোগ হয় ১২৮ রান। দুজনেই আউট করেন মেহেদি হাসান মিরাজ। টাইগার স্পিনারের ঘূর্ণিতেই তৃতীয় উইকেটে পতন হয় পাকিস্তানের। কিন্তু ম্যাচের লাগাম হাতছাড়া করেনি তারা।

আরও পড়ুন>> প্রয়োজনে রিমান্ডে নেওয়া হবে সারওয়ার্দীকে : ডিবি

ইনিংসের ২২তম ওভারে প্রথম ব্রেক থ্রু উপহার দেন মিরাজ। আউট করেন ৬৮ রান করা শফিককে। তার ৬৯ বলের ইনিংসে ছিল ৯ চার ও ২ ছক্কার মার। খানিকবাদে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে (৯) সাজঘরে ফেরান মিরাজ। নিজের পরের ওভারে ফখরকে আউট করেন তিনি। ৭৪ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৮১ রান পাকিস্তানি এই ব্যাটারই লড়াইয়ের সুযোগ দেননি টাইগার বোলারদের।

one pherma

ফখর যখন আউট হন তখন জয় থেকে মাত্র ৩৬ রান দূরে ছিল পাকিস্তান। শেষ পথটুকু মোহাম্মদ রিজওয়ান এবং ইফতিখার আহমেদের ব্যাটে পাড়ি দেয় তারা। দুজনের অপরাজিত ছিলেন যথাক্রমে ২৬ ও ১৭ রানে। এই জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠেছে পাকিস্তান। ৭ ম্যাচ শেষে তাদের ঝুলিতে জমা পড়েছে ৬ পয়েন্ট।

বাংলাদেশ টেবিলের তলানীতে গিয়ে ঠেকেছে। ৭ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট পেয়েছে টিম টাইগার্স। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা আরও বাড়িয়েছে তারা। এই ইভেন্টে খেলতে হলে সেরা আটে থেকে বিশ্বকাপ শেষ করতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ টেবিলের নবম স্থানেই রয়ে গেছে। ৭ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট পেয়েছে টিম টাইগার্স। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা আরও বাড়িয়েছে তারা। এই ইভেন্টে খেলতে হলে সেরা আটে থেকে বিশ্বকাপ শেষ করতে হবে বাংলাদেশকে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us