হঠাৎ বঙ্গভবনে জি এম কাদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গবভনে গেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

Islami Bank

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।

জাতীয় পার্টির জ্যেষ্ঠ দুই নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, রাষ্ট্রপতি ডেকেছেন জিএম কাদেরকে।তাই তার সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গিয়েছেন।

আরও পড়ুন>> গাজার পার্লামেন্ট দখলের দাবি ইসরায়েলের

এদিকে নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে দলের কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের অংশগ্রহণে যৌথসভা করেছেন জি এম কাদের।

one pherma

তিনি বলেন, দেশের রাজনৈতিক অবস্থায় জাতীয় পার্টি এখনও মনে করে সংলাপের সুযোগ আছে। যুক্তরাষ্ট্র যেহেতু সবাইকে চিঠি দিয়েছে, তাই আমরা আশা করছি বিএনপিও সংলাপে অংশ নেবে।

এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনান্ড লু’র চিঠির বিষয়েও মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, লুর চিঠিটি যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক অবস্থান। সংলাপ ছাড়া নির্বাচনে গেলে আমাদের দলের নেতাকর্মীদের ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিকঠাক থাকলে কাল বুধবার তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার বিকেল ৫টায় আনুষ্ঠানিক সভা করবে কমিশন। পরে জাতির উদ্দেশে বিটিভিতে ভাষণ দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তাতে নির্বাচনের বিস্তারিত জানাবেন তিনি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us