ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে। সবশেষ আহত আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিকেল সোয়া ৩টায় তিনি মারা যান। এর আগে আবুল হোসেন ছিলেন আইসিইউতে। তার বাবার নাম পিয়ার আলী, বাড়ি মাতুয়াইল পশ্চিম পাড়া।

Islami Bank

এর আগে মারা যান আইএফআই,সি ব্যাংক ডেমরা সারুলিয়া শাখা ট্রানজেকশন সার্ভিস অফিসার আসিফ হোসেন (৪৫)। তিনি রাজশাহী সদর উপজেলার ঘোড়ামারা সিরোইল গ্রামের আনোয়ার হোসেন ও ফেরদৌসী বেগমের ছেলে। বর্তমানে ডেমরার সারুলিয়া তালতলা মসজিদের পাশে বদিউজ্জামান হাউজে থাকতেন তিনি। তার স্ত্রীর নাম রিমা বিশ্বাস। তিনি এনআরবি ব্যাংকের যাত্রাবাড়ী শাখায় কর্মকর্তা।

আরও পড়ুন>> ক্ষমা চাননি তানজিন তিশা, নতুন পদক্ষেপ সাংবাদিকদের

আসিফের স্ত্রী বলেন. সকালে দু’জনেই যার যার কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে যাই। পরে সংবাদ পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। নিহতের মা ফেরদৌসী বেগম জানিয়েছেন আসিফ তার একমাত্র সন্তান, ২০১৭ সালে তিনি বিয়ে করেছেন। তাদের কোন সন্তান নেই।

one pherma

মৃত বাকিদের পরিচয় প্রযুক্তির মাধ্যমে পাওয়া যায় বলে জানিয়েছেন ডেমরা থানার পরিদর্শক সুব্রত পোদ্দার। মৃত ওম্মে হাবিবা (১৫) মাদারীপুর জেলার শিবচর উপজেলার আব্দুস সোবাহানের মেয়ে। এছাড়াও তার ব্যাগ থেকে মাতুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার বেতন বহি পাওয়া যায়। সেই বেতন বহিতে শিক্ষার্থী নাম লিখা রয়েছে ওম্মে হাবিবা। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিহত শামসুন্নাহার (৫২) নারায়ণগঞ্জের কুতুবপুর হারিছ উদ্দিনের মেয়ে।

আহত তিন জন  হচ্ছেন,  শামীম (৪০) ও মঈনউদ্দিন (৩৫)। তাদের মধ্যে আবুল হোসেনের অবস্থা আশংকাজনক।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us