নির্বাচন নিয়ে কোনো চাপ নেই: ইসি রাশেদা

নির্বাচন নিয়ে কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে একটি অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিবাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এখানে বিশৃঙ্খলা সৃষ্টির কোন সুযোগ নেই।

Islami Bank

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগ ড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

one pherma

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য আজ এ সভা করা হচ্ছে। নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, তারা আজ এখানে উপস্থিত আছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বিভিন্ন বিষয় তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।

তিনি আরও বলেন, ভোটারদের নিরাপত্তার জন্য আগে আইনে কোনো শাস্তিমূলক ব্যবস্থা ছিল না। এখন যদি কোনো ভোটারকে ভোট দিতে আসতে না দেওয়া হয় বা ভয়ভীতি দেখানো হয়, তাহলে ব্যবস্থা নেওয়ার আইন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিয়ে তাই ভয়ের কোনো কারণ নেই।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us