ইভ্যালির গুদাম পরিদর্শনে নতুন পরিচালনা কমিটি

গাজিপুর প্রতিনিধি :

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নতুন পরিচালনা কমিটির ৫ সদস্য  সাভারের  অবস্থিত প্রতিষ্ঠানটির গুদাম পরিদর্শন করেছে। আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিককের নেতৃত্বে সোমবার (৮ নভেম্বর) দুপুরে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকার ভাড়ায় পরিচালিত ইভ্যালির ওয়্যারহাউসটি পরিদর্শন করেন তারা।

Islami Bank

কমিটির প্রধান এম সামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ওয়্যারহাউসে আমরা কিছু টেলিভিশন, কোমল পানীয়সহ ইলেকট্রনিক মালামাল পেয়েছি। কিন্তু আমাদের জানানো হয়েছে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রেফতার হওয়ার পর গুদিাম থেকে মূল্যবান মালামাল সরিয়ে ফেলা হয়।

one pherma

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটির কোথায় কী সম্পদ রয়েছে ও সেগুলো কী অবস্থায় রয়েছে, সেসব সম্পদ দিয়ে প্রতিষ্ঠানটির দায়দেনা কতটুকু পরিশোধ করা যাবে ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করছে বর্তমান কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন ইভ্যালি পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পাওয়া রেলপথ মন্ত্রণালয়ের ওএসডি হওয়া অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, সাবেক সচিব রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহমেদ ও সুপ্রিমকোর্টের আইনজীবী শামীম আজিজ প্রমুখ।

ইবাংলা/ টিপি/ ৮ নভেম্বর, ২০২১

Contact Us