মিরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় মমিন উল্লাহ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

Islami Bank

প্রত্যক্ষদর্শীরা জানান, মমিন রাস্তা পার হওয়ার সময় বেপরোয়াভাবে আসা তানজিল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৯০২০) একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মমিন রাস্তার ওপর পড়ে যান। পথের লোকজন তাকে ডেলটা মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন>> সাকিব আল হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ওসি মোহাম্মদ মহসিন বলেন, ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

one pherma

নিহত মমিন উল্লাহ লক্ষ্মীপুর সদর উপজেলার জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি মিরপুরের শাহআলীবাগ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

মমিনের পরিবার জানিয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে যাচ্ছিলেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us