জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ

পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে রুহুলের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

তিনি জানান, এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছে প্রাপ্ত বকেয়া কর পরিশোধ করায় এবং প্রয়োজনীয় কাগজপত্রে কোনো সমস্যা না থাকায় পটুয়াখালী-১ আসনে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন>> মিরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

এর আগে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর পরিশোধ না করায় এবং রাজস্ব আইনে ৩ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ১৮৩ টাকার মামলা থাকায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারসহ ৮ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।

রুহুল আমিন হাওলাদার দশম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us