৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> জলবায়ু সম্মেলনে ‘জিসিএ’ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

one pherma

এর আগে রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয় তিতাস কম্পিউটার ট্রেন। এতে বিকেল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলেন, তিতাস কম্পিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পর দুর্ঘটনার শিকার হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us