নতুন পরিচয়ে রাবা খান
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো গান লিখেছেন রাবা খান, একটি নয় ৭ টি গান। এরইমধ্যে ৪টি গান রিলিজ হয়ে গেছে। আরো ৩টি গান বাকি রয়েছে। সেসবও ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। রাবার সঙ্গে যৌথভাবে লিখেছেন আরাফাত মহসিন। সুর করেছেন দুজনে। গানের সংগীত আয়োজন করেছেন আরাফাত।
বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত রাবা খান বললেন, ‘আমি অনেক কিছু লিখেছি, এবার প্রথমবারের মতো গান লিখলাম। এটা অন্যরকম অনুভূতি। শুধু লেখা নয়, এই গানে সুরও দিয়েছি এবং কণ্ঠও দিয়েছি। শুভাকাঙ্ক্ষীদের ভালো সাড়া পাচ্ছি, এটা সুখকর বিষয়।’
মূলত ৭ টি গানের সমন্বয়কে অ্যালবাম হিসেবেই অভিহিত করছেন রাবা খান। নিজের ব্যক্তিগত ও পেশাগত কাজের পাশপাশি সময় বের করে এই মুহূর্তে গানটাকে সময় দিচ্ছেন।
সোমবার (৮ নভেম্বর) সকালে মনে মনে ভাবি ‘আসলে আমি তো লিখতে পারি। ভাবলাম একটা গান লিখি। আরাফাত মোহসিনকে সাথে নিয়ে একটা গান লিখলাম। সুরও দিলাম তাতে, পরে দুজন মিলে গাইলাম ও রিলিজ করলাম। প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেলাম যা আমাদের পরবর্তী গান করার বিষয়ে আগ্রহ তৈরি করলো। এই ধারাবাহিকতায় আমরা ৭ টি গানের কাজ করে ফেললাম।’
- ২০১৯ বই মেলায় বান্ধবী’ নামে রাবা খানের একটি বই প্রকাশ হয়। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই। তবে সেসবকে পাত্তা দেননি রাবা খান। এদিন আলাপকালে বললেন, ‘আমার জীবনের সেরা অভিজ্ঞতা হলো আমার বই প্রকাশ। বই প্রকাশ করে আমি মনের দিক থেকে ব্যাপক সন্তুষ্ট।
আমি লিখতে পেরেছি আমার ভেতরের কথাগুলো। যা আমার সারাজীবনের জন্য সঞ্চয় হিসেবে তোলা রইলো। আমি যখন ইচ্ছে খুলে দেখতে পারি, পড়তে পারি আবার রেখে দেই। আর এই বইয়ের যা সাড়া পেয়েছি তা কল্পনাতীত।’
নতুন কোনো বই আসছে নাকি- রাবা খান প্রশ্নের উত্তর দিতে কিছুটা সময় নিলেন। তারপর নিশ্চিত হয়েই জানালেন। তার কোনো বই আসছে না। বললেন, ‘আসলে একটা গল্প মাথায় এসেছে। কিন্তু বই করার মতো লেখালেখি এখনো করিনি। এ বছর আমার কোনো বই আসছে না।
ইবাংলা/টিআর/৮ নভেম্বর/২০২১