ভোট দিতে পারবেন না মাহি-ডলি

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের মাঠে বেশ কয়েকজন তারকা প্রার্থী হয়েছেন। তবে প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি ও কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

Islami Bank

মাহিয়া মাহি প্রথমবারের মতো লড়ছেন জাতীয় সংসদ নির্বাচনে। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। তার প্রতীক ট্রাক।

আরও পড়ুন>> দ্বাদশ সংসদ নির্বাচন: ভোট দিতে পারবেন না জিএম কাদের

রাজশাহীর প্রার্থী হলেও মাহি রাজধানীর উত্তরার ভোটার। তবে নিজে প্রার্থী হওয়ায় নির্বাচনী এলাকায় থাকতে হচ্ছে তাকে। এ কারণেই নিজের ভোট দেয়া হচ্ছে না মাহিয়া মাহির।

one pherma

অন্যদিকে, পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নির্বাচন করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। এই গায়িকার প্রতীক নোঙর। তিনিও প্রথমবার নির্বাচনে লড়ছেন।

জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ভোটার ডলি সায়ন্তনী। তবে পাবনায় থাকায় ভোট দেয়া সম্ভব হচ্ছে না।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us