১২ জেলায় ১৯ ভোটকেন্দ্রে আগুন 

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এরই মধ্যে ভোট বর্জনে ভোটের দিন ও ভোটের আগেরদিন সারা দেশে হরতাল পালন করছে বিএনপি-জামায়াত। শনিবার ছিল হরতালের প্রথম দিন। এদিন দেশের ১২ জেলায় ১৯টি ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শরীয়তপুর, চট্টগ্রাম, শেরপুর, নেত্রকোনা, পটুয়াখালী, খুলনা ও বরগুনা জেলার নিম্নোক্ত কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে-

টাঙ্গাইল

টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়া‌র্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকে‌ন্দ্রে এক‌টি প‌রিত‌্যক্ত ঘ‌রে শনিবার সকাল ৬টায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শরীয়তপুর

শুক্রবার রাতে নড়িয়া উপজেলায় ঘরিষার ইউনিয়নে চরমোহন সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়েছে।

ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তিনটি বেঞ্চ পুড়ে যাওয়া ছাড়া ভোটকেন্দ্রটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ৩৭৮টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের জানালার গ্লাস ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কেন্দ্রটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।

সুনামগঞ্জ

জেলার মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শুক্রবার গভীর রাতে আগুন দেয়া হয়েছে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ চাকমা বলেন, খবর পেয়েই পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারা আগুন দিয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম জানান, সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী অগ্নিসংযোগের খবর দেন। তখন তারা এসে দেখতে পান বিদ্যালয়ের পরিত্যক্ত ওই ভবনের দুটি দরজায় অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ভবনটির একটি দরজা পুরোপুরি ও আরেকটি দরজা আংশিক পুড়ে গেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

খুলনা

শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ভেবে এবং রূপসা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, ওই প্রাথমিক বিদ্যালয়টি ভোটকেন্দ্র নয়। কেন্দ্রে ভেবে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এতে বিদ্যালয়ের লাইব্রেরির একটি কক্ষ পুড়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।“

রূপসা থানার ওসি মোহাম্মদ শওকত কবীর বলেন, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়। তবে নৈশ প্রহরীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ময়মনসিংহ

শনিবার ভোরে গফরগাঁও উপজেলায় গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং সকাল ৯টার দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে, নাকি নাশকতা তা তদন্ত করা হচ্ছে। তবে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কেন্দ্রে ভোট নেয়ার মত পরিস্থিতি আছে বলে জানান তিনি।

নান্দাইল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিভাবে আগুন লেগেছে, তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কেন্দ্রের তেমন ক্ষয়ক্ষতি না হওয়ায় এখানে ভোট হবে।

হবিগঞ্জ

মধ্যরাতে চুনারুঘাট উপজেলায় লক্ষ্মীপুর বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, আগুন কয়েকটি কক্ষে ছড়িয়েছিল। বেঞ্চসহ অন্যান্য আসবাবপত্র পুড়েছে এতে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর

শুক্রবার দিবাগত রাতে গাজীপুর মহানগরের ওয়্যারলেস গেট এলাকায় পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-আরেফিন বলেন, রাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের একটি জানালা দিয়ে ভেতরে থাকা আলমারীতে পেট্রোল ও আগুন ছুড়ে পালিয়ে যায়। আগুন দ্রুত আলমারিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন ও গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে আলমারিতে থাকা বইপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে গেছে।

এ ছাড়া রাতের কোনো এক সময় বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দেয়া হয় বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান জানান।

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী রুমানা আলী এবং নগরীর উত্তর রাজবাড়ি এলাকায় গাজীপুর-২ আসনের নৌকার প্রার্থী মো. জাহিদ আহসান রাসেলের নির্বাচনি প্রচার কেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে কোনো এক সময় শ্রীপুরের মুলাইদ গ্রামের শফিক মোড়ে এবং নগরীর উত্তর রাজবাড়ি পানির ট্যাঙ্কির উত্তর পাশে প্রচার ক্যাম্পে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

বরগুনা

শুক্রবার রাত ১১টার দিকে আমতলী উপজেলায় আরপাঙ্গাশিয়া ইউনিয়নে দুইটি পাশাপাশি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। দুইটি কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. রফিকুল ইসলাম বলেন, দুটো কেন্দ্রে আগুন ধরার পর পরই নিভিয়ে ফেলা হয়েছে। কেন্দ্র দুটিতে ভোট গ্রহণে কেনো ধরনের অসুবিধা হবে না।

পটুয়াখালী

পটুয়াখালীতে শুক্রবার দিবাগত ভোরে পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি কক্ষে আগুন দিয়ে তিন জোড়া বেঞ্চ পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। নৈশ প্রহরী প্রথমে দেখে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে স্কুলের হলরুমের তিন জোড়া বেঞ্চ আংশিক পুড়ে যায়।

শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি জানান, নৈশ প্রহরীর মাধ্যমে সকালে জানতে পারি আমাদের বিদ্যালয়ের পরীক্ষার হলরুমে কে বা কারা আগুন দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসি এর পরপর জেলা প্রশাসক স্যার কে জানাই। তাৎক্ষণিক স্যার এসে পরিদর্শন করেন।

চট্টগ্রাম

শনিবার ভোরে বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ধুপপুল এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেয়া হয়।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা বলেন, ভোরে প্রধান শিক্ষকের কক্ষে আগুন লাগে। শিক্ষার্থীদের বই বিতরণের পর কিছু অবশিষ্ট ছিল। তার মধ্যে ৭০টার মত বই পুড়েছে। এতে কেন্দ্রের কোনো সমস্যা হবে না।

শেরপুর

শনিবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভোরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের স্টোররুমে থাকা কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে।

নেত্রকোনা

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের কেন্দুয়া উপজেলায় চারটি ভোটকেন্দ্রে শুক্রবার দিবাগত রাত একটার দিকে চারটি পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এতে এক বিদ্যালয়ের একটি দরজা আংশিক পুড়ে গেছে। এ ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যে চারটি কেন্দ্রে আগুন দেয়া হয়েছে, সেগুলো হলো সান্দিকোনা ইউনিয়নের ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম মিঞা তিনটি কেন্দ্রে আগুন দেয়ার কথা নিশ্চিত করেছেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us