কোঁকড়া চুলের যত্ন

লাইফস্টাইল ডেস্ক

  • কোঁকড়া হোক বা সোজা, চুলের যত্ন নেওয়া খুবই জরুরি। তবে কোঁকড়া চুলের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। কারণ, সহজেই জট বাঁধে কোঁকড়া চুলে। এর জন্য বিশেষ যত্ন নিতে হয়।
Islami Bank

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদেন কোঁকড়া চুলের যত্নে বেশ কয়েকটি উপায় বর্ণনা করা হয়েছে।

তাহলে জেনে নেয়া জাক তিন উপায় সম্পর্কে জানব—

বেশি শ্যাম্পু করবেন না: কোঁকড়ানো চুল খুব সহজেই শুকনো ও রুক্ষ হয়ে যায়। আর অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে দিতে পারে। কোঁকড়ানো চুলের ক্ষেত্রে কন্ডিশনিং ও ময়েশ্চারাইজিং খুব জরুরি। এমন কন্ডিশনার নির্বাচন করুন, যাতে ময়েশ্চারাইজার আছে।

one pherma

ঠাণ্ডা পানি ব্যবহার করুন: গরম পানি মাথার ত্বক ও চুলের প্রাকৃতিক তেল বা সিবাম নষ্ট করে দেওয়ার পাশাপাশি চুলের কিউটিকল খুলে দেয়; ফলে চুল ফাটা ও রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। তাই চুল ধোয়ার সময় ঠাণ্ডা পানি ব্যবহার করা উত্তম।

রাতে ঘুমানোর আগে যা করবেন: রাতে ঘুমানোর আগে খোঁপা কিংবা আলগা পনিটেল বেঁধে নিন। এটি আপনার চুলের সাথে বালিশের ঘর্ষণ প্রতিরোধ করতে সহায়তা করবে। তাছাড়া সুতি কিংবা অন্য কাপড়ের পরিবর্তে সিল্কের বালিশের কভার ব্যবহার করতে পারেন। এতে চুল থাকবে সুন্দর।

 ইবাংলা/এইচ/০৮নভেম্বর, ২০২১

Contact Us