১৯ নভেম্বর বছরের শেষ ও সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ

  • আগামী ১৯ নভেম্বর (শুক্রবার) দেখা যাবে চন্দ্রগ্রহণ হবে। নাসা জানিয়েছে, এটিই হবে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। মধ্যরাতে হবে এই গ্রহণ। ছায়ায় ঢাকা থাকবে চাঁদ ৩ ঘন্টা ২৮ মিনিট।
Islami Bank

চন্দ্রগ্রহণ দেখা যাবে- ইউরোপ, এশিয়ার অধিকাংশ দেশ, অস্ট্রেলিয়া, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এবং ভোর চারটার দিকে সবচেয়ে ভালো করে বোঝা যাবে।

  • নাসা আরও জানাচ্ছে, ১৯ নভেম্বর এই গ্রহণের সময় চাঁদের ৯৭ শতাংশ লাল হয়ে থাকবে। যদিও এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয় বলেই খবর। এতে চাঁদ আংশিকভাবে পৃথিবীর আড়ালে চলে যাবে। পৃথিবীর নানান জায়গা থেকে দেখা গেলেও ঘটনাটি যে উত্তর আমেরিকা থেকে সবচেয়ে ভালো দেখা যাবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
one pherma

২০০১ সালের পর এত বড় গ্রহণ আর হয়নি। অন্যদিকে ২১০০ সাল পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে কারণে একে শতাব্দীর সবচেয়ে বড় গ্রহণ বলা হচ্ছে।

 ইবাংলা/এইচ/০৮নভেম্বর, ২০২১

Contact Us