ঢাকাসহ সারাদেশের বাসে ও টার্মিনালের কাউন্টারগুলোতে মঙ্গলবার নতুন ভাড়ার চার্ট দেওয়া হবে। সারাদেশে বাসের বর্ধিত ভাড়ার চার্ট নিয়ে দিনভর ভোগান্তির বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সোমবার এ তথ্য জানিয়েছেন।
ভাড়ার তালিকা পাঠাতে দেরির কারণ হিসেবে বিআরটিএ‘র চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার বলেন, রোববার সন্ধ্যায় বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেজন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে।
সোমবার (০৮ নভেম্বর) বাস ভাড়ার সেই চার্ট বা তালিকা চূড়ান্ত করেছেন জানিয়ে তিনি বলেন, ওই তালিকার চেয়ে বেশি ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রথম দিন সোমবার ঢাকার রাস্তায় এবং দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের নানা অভিযোগ পাওয়া গেছে।
যাত্রীদের অভিযোগ, সরকার ভাড়া যা বাড়িয়েছে, তার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।
যাত্রীদের অভিযোগের ব্যাপারে বিআরটিএ‘র চেয়ারম্যান বলেন, ভাড়ার বিষয়টি নজরদারির জন্য তাদের প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।
ইবাংলা/টিআর/৮ নভেম্বর/২০২১