ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি

আগামী ৩১ জানুয়ারি দেশের জেলা ও মহানগরে, আর ৩ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। নির্বাচন বাতিল, শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে ‘প্রমোট’ করার প্রতিবাদে এ বিক্ষোভ করবে দলটি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে পুরানা পল্টনে দলের মজলিসে আমেলার সভায় এ সিদ্ধান্ত হয়। দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন>> পাকিস্তানকে বিধ্বস্ত করে বাংলাদেশের দ্বিতীয় জয়

চরমোনাই পীর বলেন, দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে সরকার। তারা সুশাসন উপহার দিতে পারেনি। সরকারের ব্যর্থতার কারণেই মূল্যস্ফীতি এখন সব সময়ের সীমা অতিক্রম করেছে। জাতীয় অর্থনীতি ভেঙে পড়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার জনগণের সমস্যা সমাধানে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি, বরং তারা যা করছে, তার সঙ্গে জনগণের স্বার্থের কোনও সংশ্লিষ্টতা নেই। ‘ডামি ও প্রহসনের’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবর দখল করে জনগণকে শোষণ করছে সরকার।

দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us