মাহমুদউল্লাহ ঝড়ে জয়ে ফিরল বরিশাল, এখনও জয়ের খোঁজে সিলেট

এবারের বিপিএলে পঞ্চম ম্যাচে এসেও জয়ের দেখা পেল না গতবারের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স। তাদের হারিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল ফরচুর বরিশাল। আহমেদ শেহজাদের দারুণ শুরু আর মাহমুদউল্লাহ রিয়াদের শেষের ঝড়ে উড়ে গেছে সিলেট।

আসরের ১৬তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার মাশরাফি বিন মুর্তজার দলকে ৪৯ রানে হারিয়েছে তামিম ইকবালের দল। ১৮৭ রানের লক্ষ্যে ১৫ বল আগেই ১৩৭ রানে গুটিয়ে যায় সিলেট। ২১ বলের মধ্যে তারা হারায় শেষ ৭ উইকেট।

 

৫ ম্যাচে দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে সাত দলের তালিকায় পাঁচে তারকাখঁচিত বরিশাল। সমান ম্যাচে শতভাগ হারে তালিকার তলানীর দল সিলেট।

ব্যাট হাতে শেহজাদ খেলেছেন ৪১ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬৬ রানের ইনিংস। ২৪ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন মাহমুদউল্লাহ। ৬ বলে ১৫ রানের ক্যামিও উপহার দেওয়া মেহেদি হাসান মিরাজ পরে বল হাতে ২১ রানে নেন ২ উইকেট। তবে ২৯ রানে ৪ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার মোহাম্মদ ইমরান। দুটি নেন খালেন আহমেদও।

 

টস হেরে ব্যাটে নামা বরিশাল পাওয়ার প্লের মধ্যে হারায় তামিম ও প্রিতম কুমারের উইকেট। তবে অপর প্রান্তে রানের ধারা ধরে রাখেন আরেক ওপেনার শেহজাদ। নিজের ইনিংসে তিনি পাশে পান সৌম্য সরকার (১৭ বলে ২০) ও মুশফিকুর রহিমকে (১৯ বলে ২২)। হাওয়েলকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন পাকিস্তান ওপেনার শেহজাদ। শেষ তিন ওভারে ৫২ রান তোলেন মাহমুদউল্লাহ ও মিরাজ।

২১ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার বেনি হাওয়েল।

লক্ষ্য তাড়ায় কখনই সঠিক পথে ছিল না সিলেট। জাকির হাসানের ব্যাটে ১৩.৫ ওভারে ১১০ রান তোলে তারা। এরপর সাত রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। টানা দুই বলে রেজাউর রহমান ও রিজার্ড নাগারাভাকে শিকারে পরিণত করে সিলেটকে গুটিয়ে দেন ইমরান।

সিলেটের ইনিংসে ৩৪ বলে সর্বোচ্চ ৪৬ রান জাকিরের। শামসুর রহমান করেন ২৩ বলে ২৫। ১৯ বলে ২৪ রান হাওয়েলের।

সংক্ষিপ্ত স্কোর:

ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৮৬/৫ (তামিম ২, শেহজাদ ৬৬, প্রিতম ১, সৌম্য ২০, মুশফিক ২২, মাহমুদউল্লাহ ৫১*, মিরাজ ১৫*; আরিফুল ১-০-১১-০, নাঈম ৪-০-৩৬-১, সামিত ৪-০-৩৬-০, এনগারাভা ৪-০-৪৯-১, রাজা ৩-০-২১-০, হাওয়েল ৪-০-২১-৩)

সিলেট স্ট্রাইকার্স: ১৭.৩ ওভারে ১৩৭ (শান্ত ৯, শামসুর ২৫, জাকির ৪৬, মাশরাফি ২, হাওয়েল ২৪, বার্ল ১, আরিফুল ২, সামিত ৮*, নাঈম ১, রাজা ১২, এনগারাভা ০; ইমরান ৩.৩-০-২৯-৩, আকিফ ৩-০২২-১, মিরাজ ৩-০-২১-২, ওয়েলালাগে ৩-০-২৪-০, খালেদ ৪-০-২৯-২, সৌম্য ১-০-৮-০)

ফল: ফরচুন বরিশাল ২৯ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মাহমুদউল্লাহ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us