চিলিকে উড়িয়ে প্যারিসের আরও কাছে আর্জেন্টিনা

অলিম্পিক বাছাইয়ে চিলি অনূর্ধ্ব-২৩ দলকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। এই জয়ে ২০২৪ প্যাসির অলিম্পিকের মূল পর্বে খেলার সম্ভাবনা জোরালো করল আকাশি-নীল জার্সিধারীরা।

Islami Bank

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় বুধবার ভোরে ৫-০ গোলে জিতেছে লা আলবাসিলেস্তে যুবারা।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও ৪৫তম মিনিটে করা থিয়াগো আলমাদার একমাত্র গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে বল দখলে পিছিয়ে থাকলেও একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিতে থাকে প্রতিপক্ষের রক্ষণ। গোলও মেলে একের পর এক।

৫৭তম মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন তরুণ স্ট্রাইকার আলমাদা। চার মিনিট পর ব্যবধান আরও বড় করেন সান্তিয়াগো কাস্ত্রো। ৭৯তম মিনিটে জালের দেখা পান আরোন ফাকুন্দো কুইরস। আর যোগ করা সময়ে ব্যবধান ৫-০ করে দেন লুসিয়ানো গুন্দু।

৩ ম্যাচে আর্জেন্টিনার এটি দ্বিতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে প্যারাগুয়ে।

one pherma

বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে এই পর্বে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তিন ম্যাচে উরুগুয়ের জয় একটিতে।

লাতিন অঞ্চল থেকে প্যারিস অলিম্পিক বাছাইয়ে দশ দল অংশ নিচ্ছে দুই গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের শীর্ষ দল টিকেট পাবে মূল পর্বে খেলার। ‘এ’ গ্রুপ থেকে মূল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।

সবশেষ দুই অলিম্পিক আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এবার সোনার লক্ষ্যে প্যারিসে যেতে চায় দলটি। এজন্য লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকে অলিম্পিকে পাঠানোর বিষয়টি ভাবছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল খেললেও দুজন বয়স্ক ফুটবলার খেলার সুযোগ পান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us