জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে মোমবাতি প্রজ্বলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে শাখা ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী।
আরও পড়ুন >> বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যের সংখ্যা বেড়ে ১০৩
মোমবাতি প্রজ্বলন শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ধর্ষণে অভিযুক্তদের এমন শাস্তি দিতে হবে, যাতে অন্যরা দেখে শঙ্কিত হয়। এমন অপকর্ম করে কেউ ছাড় পাবে না। যারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য সংগঠনের নাম ব্যবহার করে, তাদের ছাড় দেওয়া হবে না। পূর্বের ন্যায় ছাত্রলীগ যেকোন অন্যায়ের প্রতিবাদ করার পাশাপাশি ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে।
এর আগে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশের জঙ্গলে বহিরাগত এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার প্রেক্ষিতে মূল অভিযুক্তসহ চারজনকে আটক করেছে পুলিশ।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.