মেম্বার প্রার্থী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার সদর উপজোর পিএমখালী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রেজাউল করিম নামের এক মেম্বার প্রার্থী আহত হয়েছেন।

Islami Bank

তিনি পিএমখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তোতকখালীর এলাকার সাবেক মেম্বার আবুল কালামের ছেলে এবং পিএমখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনে প্রচারণা চলাকালে হামলার ঘটনা ঘটে।গুলিবিদ্ধ রেজাউল করিমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

one pherma

প্রত্যদক্ষদর্শীরা জানায়, একদল দুর্বত্ত অতর্কিত মেম্বার প্রার্থী রেজাউল করিমকে গুলি করে ঘটনাস্থল ত্যাযগ করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস ঘটনার সত্যসতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইবাংলা/টিআর/৯ নভেম্বর/২০২১

 

Contact Us