ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজার

বিজনেস ডেস্ব

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।

Islami Bank

এ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮০৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৫৮৮ পয়েন্টে।

one pherma

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১২৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।

ইবাংলা/টিআর/৯ নভেম্বর/২০২১

Contact Us