ঢাকায় ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়

বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন তিনি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি। এই আনুষঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন>> ট্রান্সকম গ্রুপের দুই পরিচালকসহ গ্রেপ্তার শীর্ষ ৫ কর্মকর্তা

ভারত-বাংলাদেশের অভিজ্ঞতা: দক্ষিণ এশিয়ার একবিংশ শতাব্দীর সাংবিধানিক আদালত শীর্ষক ওই আন্তর্জাতিক সম্মেলনে ভারতের সুপ্রিম কোর্টের আরও দুজন বিচারপতি বাংলাদেশে এসেছেন। কলকাতা হাইকোর্টের অন্য দুই বিচারপতিও এসেছেন।

আগামীকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

ভারতের ৫০তম প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। বিচারপতি হিসেবে ২০২২ সালের ৯ নভেম্বর শপথ নেন তিনি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us