এশিয়া কাপ আর্চারিতে ২ ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ স্টেজ-১ (ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং) আর্চারিতে দুই ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুটি ফাইনালই আগামী ২৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইরাকের বাগদাদে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে উজবেকিস্তানকে ৫-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজের আর্চাররা। লাল সবুজের বাংলাদেশের হয়ে খেলেছেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফ।

আরও পড়ুন>> ঢাকায় ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ড্র করে বাংলাদেশ ও পাকিস্তান। পরে উভয় দলের আর্চাররা একটি করে তিড় ছোড়ে। এতে পাকিস্তানকে ১৭-১৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

সেমিফাইনালে ৫-৩ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনালে ওঠে বাংলাদেশ। তবে মেয়েদের দলগত ইভেন্টে ফাইনালে যেতে না পারলেও সরাসরি সেমিফাইনালে খেলেছিল মেয়েদের দল। কিন্তু সেমিতে উজবেকিস্তানের কাছে ৩-৫ সেটে হেরে যান তারা।

রোববার ব্রোঞ্জের লড়াইয়ে স্বাগতিক ইরাকের বিপক্ষে লড়বেন দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানারা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us