সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। এতে মিরপুর রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়।

Islami Bank

বিশেষ পরীক্ষা ও দ্রুত ফল প্রকাশের দাবিতে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন সাত কলেজের শতাধিক শিক্ষার্থী।

one pherma

শিক্ষার্থীরা জানান, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ সেশনের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে বিপর্যয় হয়েছে। যার কারণে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারেনি। তাই শিক্ষার্থীদের দাবি যেন দ্রুততম সময়ের মধ্যে বিশেষ পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয় এবং বিশেষ বিবেচনায় মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হয়।

ইবাংলা/ টিপি/ ৯ নভেম্বর, ২০২১

Contact Us