বেইলি রোডে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাজধানীর বেইলি রোডের ছয়তলা একটি ভবনে আগুন লেগেছে, যেখানে একাধিক রেস্তোরাঁ ও দোকান আছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

Islami Bank

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে।

আরও পড়ুন>> বিপিএলের প্রাইজমানি জানালো বিসিবি

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ঘটনাস্থলে আমাদের ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে আরো ৬টি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

one pherma

ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন ঘটনাটি ফেইসবুকে লাইভ সম্প্রচার করেছেন। তারা জানাচ্ছেন, ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে।

লাইভে দেখা যায়, ভবন থেকে আগুন দাউ দাউ করে বের হচ্ছে। আর বাইরে প্রচুর মানুষের ভিড়, নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা ক্রমাগত বাঁশি বাজাচ্ছেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us