সুন্দরবন বাঁচানোর আকুতি নিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গেল আন্তর্জাতিক আর্ট ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারত দুই দেশেই সুন্দরবন অবস্থিত। দুই দেশের মানুষের জন্য ভৌগলিক সীমান্ত থাকে কিন্তু বন্য প্রাণীদের জন্য কোন সীমান্ত বাধা হতে পারে না ।

Islami Bank

প্রতি বছর বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবনের উপর দিয়ে ঝড় ,জলোচ্ছ্বাস বয়ে যায় । ফলে এই বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বন তার নিজস্বতা হারিয়ে ফেলছে। এই বনের বৃক্ষের সাথে সাথে প্রাণীকুল তার বাসস্থান হারাচ্ছে তাই “সুন্দরবন বাঁচাও এই বিষয়টিকে।

প্রতিপাদ্য রেখে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বকখালি সমুদ্র সৈকতে সুন্দরবন আর্ট একাডেমী দ্বিতীয়বারের মত এক আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের আয়োজন করে।

এই ক্যাম্পে বাংলাদেশ, ভারত ও নেপালের প্রবীন ও নবীন মিলে ৫২ জন শিল্পী অংশগ্রহণ করেন। অতিথি হিসাবে এই ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশের চিত্র শিল্পী নাজমুন নাহার রহমান, বিশিষ্ট সাংবাদিক আলম হোসেন খান।

one pherma

ভারতের ভাস্কর্য শিল্পী বিমান নাগ, লেখিকা শম্পা নাগ, চিত্র শিল্পী সৌমিত্র মন্ডল, কিউরেটর কাজরী ভট্টাচার্য, এবং নেপালের চিত্র শিল্পী শ্যাম সুন্দর ইয়াদেব।

আরও পড়ুন…ডিএসইসির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অতিথিরা ৬ই মার্চ দুই দিন ব্যাপি ক্যাম্প উদ্বোধন করেন। ক্যাম্প উদ্বোধনের পর প্রথম দিন শিল্পীরা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বকখালির সৈকতে ছবি আকেঁ। দ্বিতীয় দিনে বকখালিতে অবস্থিত জয়গুরু আবাসনের প্রাঙ্গণে শিল্পীরা সুন্দরবন ও তার।

প্রাণীদের নিয়ে ছবি আকেঁ। রাতে শিল্পীদের হাতে সুন্দরবন আর্ট একাডেমীর পক্ষ থেকে শিল্পীসন্মানা তুলে দেওয়া হয়। পরে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের প্রতিভার সাক্ষর রাখেন এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us