পিরোজপুরে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি রূপালী ব্যাংক পিএলসি, পিরোজপুর জোনের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সম্মেলন এবং খেলাপি ঋণ ও অবলোপনকৃত ঋণ আদায় বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

পিরোজপুরের ডিসি পার্কে বলেশ্বর নদীর তীরে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে পিরোজপুর ও ঝালকাঠি জেলার ১২ টি শাখার শাখা ব্যবস্থাপক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধনী করেন রূপালী ব্যাংক পিএলসি, বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান ।

রূপালী ব্যাংক পিএলসি, পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, বরিশালের উপ-মহাব্যবস্থাপক মোঃ কুদ্দুস মিয়া, মোঃ আব্দুল হালিম, বরিশালের জোনাল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম।

one pherma

প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান ২০২৩ সালে পিরোজপুর জোনের অভাবনীয় সাফল্যের জন্য জোনের সকল কর্মকর্তা-কর্মচরীদের অভিনন্দন এবং ধন্যবাদ জানান। বার্ষিক ব্যবসায়িক এই সম্মেলনে তিনি ব্যবসা পর্যালোচনা, সিএমএসএমই ও কৃষি ঋন বিতরন।

খারাপ লোন ‌আদায়, উন্নত গ্রাহক সেবা প্রদান এবং ২০২৪ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্র অর্জনের পরিকল্পনা ও বাস্তবায়নের দৃঢ়তার উপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত সকলে বলেশ্বর নদীর তীরে দাড়িয়ে মাতৃসম প্রতিষ্ঠানের উন্নতির জন্য সততার সাথে, আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে কাজ করে রূপালী ব্যাংক পিএলসি কে শীর্ষে নিয়ে যাবার শপথ গ্রহন করেন এবং ২০২৪ সালে সকল লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বরিশাল বিভাগকে সকল বিভাগের মধ্যে শীর্ষে নিয়ে যাবার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us