৭ বছর পর নতুন নেতৃত্ব পেল নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

দীর্ঘ ৭ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ কায়েসকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম সরকার রিয়েলকে (রিয়েল সরকার) সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Islami Bank

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন>> ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

কমিটিতে ৩৪ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮ জনকে সাংগঠনিক পদে নির্বাচিত করা হয়েছে। দীর্ঘ দিন পর কমিটি পেয়ে উচ্ছ্বসিত নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

one pherma

জানা যায়, ৭ বছর আগে ২০১৭ সালের ৩ মে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ৩ দিন পর ২০১৭ সালের ৭ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। ঐ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম বাবুকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়।

এক বছরের কমিটিতেই ৬ বছর অতিবাহিত হওয়ার পর গত বছরের ৪ জুলাই (মঙ্গলবার) নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি গঠনের জন্য নেতাকর্মীদের কাছ থেকে সিভি আহ্বান এবং গত বছরের ২৭ সেপ্টেম্বর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীসভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কর্মিসভার ৬ মাস পর নতুন কমিটি ঘোষণা করলো কেন্দ্রীয় ছাত্রলীগ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us