প্রেমিকার সামনে প্রেমিকের আত্মহত্যা

রাজশাহী ব্যুরো

  • প্রেমিকার উপর অভিমানে প্রেমিকার সামনেই বুকে ছুরি মেরে আত্মাহুতি দিলেন বুলবুল আহমেদ (২৬) নামের যুবক। যদিও রেস্তোরাঁর মালিকের দাবি, ঘটনা তার রেস্তোরাঁ কম্পাউন্ডের বাইরে ঘটেছে। তবে, বিষয়টি নিশ্চিত হতে পুলিশ ওই রেস্তোরাঁয় থাকা সিসিটিভির ভিডিও ফুটেজ বের করে এখন যাচাই-বাছাই করছে।
Islami Bank

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় থাকা মাস্টারশেফ (বাংলা) রেস্তোরাঁয়। নিতহ বুলবুল রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আমিরুল আহমেদের ছেলে।

one pherma

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে এই প্রেমিকযুগল লক্ষ্মীপুরে থাকা মাস্টারশেফ রেস্তোরাঁয় যায়। তারা বিরিয়ানি অর্ডার করে। একপর্যায়ে কোনো এক অভিমানে প্রেমিকার সামনেই প্রথমে বিষপান করেন বুলবুল। এরপর ওই প্রেমিক তার বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করেন। তার পরপরই নিচে লুটিয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় বুলবুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।

মহানগরীর রাজপাড়া থানার কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এখন রেস্তোরাঁর সিসিটিভির ভিডিও ফুটেজ বের করে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া অন্যান্য আলামত সংগ্রহের মাধ্যমে এ ঘটনার সময় এবং স্থান শনাক্তকরণের চেষ্টা চলছে। মরদেহ এখন রামেক হাসপাতালেই রয়েছে। এক মেয়েসহ সংশ্লিষ্ট কয়েকজনকে এরই মধ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইবাংলা//এএমখান/এইচ/ ০৯ নভেম্বর, ২০২১

Contact Us