জেলের জালে ২৬ কেজির পাঙ্গাস

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর জেলার চরভদ্রাসনে পদ্মা নদীতে  জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ।

Islami Bank

মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর সংলগ্ন পদ্মা নদীতে শেরজান মোল্যা ( ৫৯) নামে এক জেলের জালে ধরা পরে মাছটি।

মাছটি ২১ হাজার টাকায় সদর বাজারের মাছ ব্যবসায়ী শামসু বেপারী বিক্রির উদ্দেশে কিনে নেন।

one pherma

শেরজান দোহার উপজেলার কুশুমহাটি ইউনিয়নের বাসিন্দা। তিনি জানান, তারা মোট ৮ জন মিলে পদ্মা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। যে জাল দিয়ে তারা মাছ শিকার করেন তা স্থানীয় ভাষায় ফাইয়া ফাসন বা বড় ফাঁসের জাল বলে পরিচিত। মঙ্গলবার ভোর ৫টার দিকে তাদের জালে মাছটি আটকা পড়ে। সকালে

চরভদ্রাসন সদর বাজারের আড়ৎদার রফিক খানের আড়তে আনলে ২১ হাজার টাকা দামে মাছটি বিক্রি হয়।

ইবাংলা/নাঈম/০৯নভেম্বর, ২০২১

Contact Us