চুরির অপবাদ দিয়ে কিশোরকে নির্যাতন আত্মীয়দের

ইবাংলা ডেস্ক

  • পটুয়াখালীর কলাপাড়ায় নাঈম (১৩) নামের এক কিশোরকে ৫ হাজার টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিকলে বেঁধে নির্যাতন করেছে তার চাচা ও চাচিসহ স্বজনরা।
Islami Bank

এ ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে। নাঈম এলেমপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

ঘণ্টার পর ঘণ্টা এ নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকের বিবেকেই নাড়া দেয়। পুলিশ এ ঘটনায় সোমবার রাতে বশার নামের এজনকে আটক করেছে।

one pherma
  • ওই কিশোরের স্বজনেরা জানান, নাঈমের মা একজন মানসিক ভারসাম্যহীন এবং বাবা অসুস্থ্য। ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ওই মাদ্রাসা শিক্ষার্থীকে পূর্ব শত্রুতার জের ধরে এমন নিষ্ঠুর নির্যাতন চলানো হয় বলে অভিযোগ তাদের।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ভিকটিমের পিতা বাদি হয়ে এ ঘটনায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। এর মধ্যে বশার নামের এজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

ইবাংলা/ এইচ/ ৯ নভেম্বর, ২০২১

Contact Us