৪৩৫ শিক্ষক-কর্মচারী পেলেন ১৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে কল্যাণ ট্রাস্টের টাকা পেয়েছেন। কল্যাণ ট্রাস্টের আওতায় এ প্রক্রিয়ার মাধ্যমে গত এক সপ্তাহে ৪৩৫ জন শিক্ষক-কর্মচারীকে ১৭ কোটি টাকা দেওয়া হয়েছে।

Islami Bank

মঙ্গলবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

তিনি বলেন, গত এক সপ্তাহে বেসরকারি অবসরপ্রাপ্ত ৪৩৫ জন শিক্ষক-কর্মচারী কল্যাণ সুবিধার ১৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৪৭৩ টাকা পেয়েছেন। এরমধ্যে বরিশালে ৯১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে চার কোটি দুই লাখ ২১ হাজার ৪৩২ টাকা, ময়মনসিংহে ৭৭ জনকে তিন কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ৫৪৩ টাকা পেয়েছেন।

one pherma

এছাড়া যশোর ও আশপাশের জেলার ২১৫ জন শিক্ষক-কর্মচারীকে সাত কোটি ৭১ লাখ ২৪ হাজার ৬১৯ টাকা, পটুয়াখালীতে ১৮ জনকে ৭২ লাখ ৪৩ হাজার ২৯০ টাকা, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জনকে ৭০ লাখ ৮৫ হাজার ৬১০ টাকা এবং ঝিনাইদহে ১৭ জনকে ৯৬ লাখ ২১ হাজার ৯৮২ টাকা দেওয়া হয়।

শাহজাহান আলম সাজু বলেন, এখন ইএফটির মাধ্যমে ঘরে বসেই অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন।

ইবাংলা/নাঈম/০৯নভেম্বর, ২০২১

Contact Us