প্রতিরক্ষা খাতে সহযোগিতার ফ্রান্স

ইবাংলা ডেস্ক

প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি আগ্রহপত্র সই করেছে বাংলাদেশ ও ফ্রান্স। গত মঙ্গলবার রাতে প্যারিসে দুই দেশের শীর্ষ বৈঠকে ওই আগ্রহপত্র সই হয়। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহপত্র সই করাকে স্বাগত জানানোর কথা বলা হয়েছে। 

Islami Bank

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশ কোনো প্রতিরক্ষা চুক্তি সই করেছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘প্রতিরক্ষা খাতে কোনো চুক্তি সই হয়নি।’ কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহপত্র মূলত দুই দেশের মধ্যে এ বিষয়ে কাজ করার প্রাথমিক সম্মতি। এটি কোনো চুক্তি নয়। তবে দুই দেশে চাইলে ভবিষ্যতে চুক্তি করতে পারে।

one pherma

জানা গেছে, গতকাল মঙ্গলবার প্যারিসের এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ইবাংলা/টিআর/১০ নভেম্বর/২০২১

Contact Us