শুরু হল পদ্মা সেতুপথের কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ। বুধবার (১০ নভেম্বর) সকাল থেকেই সেতুটির ৪০ নম্বর খুঁটির কাছে পিচ ঢালাই শুরুর প্রস্তুতি চলছিল। চার লেনের সেতুটির মধ্যবর্তী ডিভাইডার এর জন্য কার্পেটিং শুরু হচ্ছে পশ্চিম প্রান্ত থেকে । এর পর থেকেই মুন্সীগঞ্জের দিকে কার্পেটিং এগোতে থাকবে। এর আগে পরীক্ষামূলকভাবে ৬০ মিটার অংশে কার্পেটিং করা হয়েছিল।
পদ্মা সেতুর দায়িত্বশীল নির্বাহী প্রকৌশলী জানান, বুধবার কাজের প্রথম দিনেই পুর্বে ওয়াটারপ্রুফ লেয়ার দিয়ে প্রস্তুত রাখা ৪৩০ মিটার এলাকায় কার্পেটিং করা সম্ভব না হলেও কমপক্ষে ১০০ মিটার এলাকায় কার্পেটিং করা হবে।
পানিপ্রতিরোধী প্রলেপের ওপর আরো দুই স্তরে ১০০ মিলিমিটার পুরুত্বে পিচ ঢালাই করা হবে। তবে প্রথম দফায় ৬০ মিলিমিটার পুরুত্বের লেয়ার এবং দ্বিতীয় দফায় বাকি ৪০ মিলিমিটার পুরুত্বের দ্বিতীয় লেয়ার দেওয়া হবে।
সেতুর জাজিরা প্রান্তে কার্পেটিংয়ের জন্য যাবতীয় মালামাল ও উপকরণ প্রস্তুত রাখা হয়েছে। এই কাজের শুরুতেই পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রকৌশলীদের উপস্থিত থাকার কথা রয়েছে। কার্পেটিং ছাড়াও পদ্মা সেতুর প্যারাপেট ওয়াল ও ডিভাইডারেও ধুম কাজ চলছে। চলছে নদী শাসনের কাজও।
আর নিচতলার পূর্ব পাশে গ্যাস লাইন স্থাপনের কাজও পুরোদমে চলছে। জাজিরা প্রান্ত থেকে গ্যাস লাইনের কাজ শুরু করার পর এখন দ্রুত কাজ শেষ করতে মাওয়া প্রান্ত থেকেও গ্যাস লাইন স্থাপনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
সেতুর নিচতলার পূর্বপাশ দিয়ে গ্যাস লাইন আর পশ্চিম পাশে ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে। পদ্মা সেতুকে যান চলাচলের উপোযোগী করার ক্ষেত্রে বাকি ছিল পিচ ঢালাইয়ের কাজ। আগামী বছরের জুনের আগেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইবাংলা/টিপি/১০ নভেম্বর/২০২১