বুয়েটের হল খুলল ১৮ মাস পর

বুয়েট প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হল খুলে গেছে। করোনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ ছিল আবাসিক হলগুলো। বুধবার (১০ নভেম্বর) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।

Islami Bank

যে সকল শিক্ষার্থী অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন তারা হলে প্রবেশ করতে পারবেন। এরইমধ্যে শিক্ষার্থীদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আবাসিক শিক্ষার্থীদের ফুল, মাস্ক, সকালের নাশতা দিয়ে স্বাগত জানায় হল কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর হলে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

  • আগামী ১৩ নভেম্বর থেকে আবারও শুরু হবে অনলাইনে ক্লাস। তার দুসপ্তাহ পর সশরীরে ক্লাস শুরু হবে। যেসব শিক্ষার্থীরা করোনা টিকার অন্তত এক ডোজ টিকা নিয়েছেন তাদের হলে ঢুকতে দেওয়া হচ্ছে।
one pherma

আর যেসব শিক্ষার্থী এখনো টিকা নিতে পারেনি তাদের জন্য আগামী ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিশেষ ব্যবস্থার মাধ্যমে টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

দেশে করোনার সংক্রমণ দেখা দিলে, ২০২০ সালের মার্চে বন্ধ ঘোষণা করা হয় বুয়েটের আবাসিক হলগুলো।

Contact Us