অপূর্ব আলাউদ্দিন লাঞ্ছিতের ঘটনায় ডিইউজে নেতাদের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ

সাংবাদিক অপূর্ব আলাউদ্দিন লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের গ্রেফতারের দাবি ডিইউজেরঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য ও যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির এডিটর অপূর্ব আলাউদ্দিনকে পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

Islami Bank

আরও পড়ুন…সাংবাদিকদের নিয়ে লায়লা কানিজের বক্তব্য প্রত্যাহারের দাবি ডিইউজের

শনিবার (০৬ জুলাই ২০২৪) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবংসাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, গত বুধবার (০৩ জুলাই ২০২৪) অপূর্ব আলাউদ্দিন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধিনস্থ স্ট্যান্ডার্ড এরশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো: মাহমুদুল হক এর দুর্নীতি, টাকা আত্মসাৎ, ক্ষমতার

অপব্যবহার, অবৈধ সম্পদসংক্রান্ত নিউজের অনুসন্ধানের কাজে বেলা অনুমান ১১.১৫টার সময় তার সহকর্মী হোসেনকে নিয়ে হেমায়েতপুরের স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেডে যায়।

one pherma

এ সময় মো: মাহমুদুল হক ওরফে তুষারের হুকুমে মো: রিয়াদ ও মো: এনামুল হকসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাকে এলোপাতাড়ি মারপিট করে। এতে তার বুকের বামপাশে মারাত্মকভাবে আঘাত পায়। তখন সাথে সাথে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে এএসআই গিয়াসউদ্দিনসহ তিনজন পুলিশ সদস্য আসেন। তারা তাদেরকে ঘটনাস্থলে থেকে নিয়ে যান। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

প্রথমে চিকিৎসা শেষে সাভার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানার ওসি শাহ জামান মামলা নেওয়ার বিষয়টি নিয়ে গড়িমসি করলেও পরে থানায় মামলা এন্ট্রি হয়। নেতৃবৃন্দ অপূর্ব আলাউদ্দিনের নিউজ অনুসন্ধানের কাজে বাধা প্রদান করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাথে সাথে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us