বকশিস কম পেয়ে অক্সিজেন মাক্স খুলে নেওয়ায় স্কুলছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

ইবাংলা ডেস্ক

  • ৫০ টাকা বকশিস কম দেওয়ায় অক্সিজেন মাস্ক খুলে বিকাশ চন্দ্র (১৭) নামে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে ১১ টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
Islami Bank

পরে আনসারদের সহযোগিতায় আসাদুজ্জামান দুলু নামে ওই কর্মচারী পালিয়ে যায়। এ ঘটনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল তদন্ত কমিটি গঠন করেছে

মৃত বিকাশ চন্দ্র গাইবান্ধা জেলার সাঘাটা থানার পুটিমারি গ্রামের বিশু চন্দ্র কর্মকারের ছেলে ।

  • বিকাশের কাকা শচিন চন্দ্র কর্মকার জানান, হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম শেষ করে অক্সিজেনসহ রোগী তৃতীয় তলায় নিয়ে যাওয়া হয়। ট্রলি বহনকারী দুলু রোগীকে বেডে পৌঁছে দেওয়ার পর ২০০ টাকা বকশিস দাবি করে।
one pherma

এসময় বিকাশের বাবার কাছে থাকা ১৫০ টাকা দেয়। তাদের কাছে আর কোনো টাকা না থাকার কথা জানালে কর্মচারী দুলু রোগীর মুখ থেকে অক্সিজেন মাক্স খুলে দেয়।এর ৫ মিনিটের মধ্যে রোগী মারা যায়।

শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামিম বলেন, পালিযে যাওয়া কর্মচারী দুলু হাসপাতালে আউট সোর্সিংএ নিয়োগপ্রাপ্ত।

শজিমেক সহকারী পরিচালক ডা. ওয়াদুদ বলেন ৪ সদস্যের কমিটিকে পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

ইবাংলা/এইচ/১০নভেম্বর, ২০২১

Contact Us