সুন্দরবনের উপকূল রক্ষায় মোংলায় মানববন্ধন

জেলা প্রতিনিধি., বাগেরহাট

সরকার বিশ্ব জলবায়ু সম্মেলনে পরিবেশ বিরোধী কর্মকান্ডের সমালোচনা করলেও দেশে উন্নয়নের নামে জলবায়ু সংকট সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা রুহিন হোসেন প্রিন্স।

Islami Bank

বুধবার(১০ নভেম্বর) সকালে মোংলার দিগরাজ বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পশুর রিভার ওয়াটারকিপার  আয়োজিত জলবায়ু গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এসময় মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন,ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস-লবণক্ততা-নদী ভাঙ্গনের ফলে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকাকে লন্ডভন্ড করে দিচ্ছে। কিন্তু গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলনে আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষের কান্না পৌছানোর খবর এখনও পাননি বলে তারা মন্তব্য করেন। সমাবেশে আরো দাবী করা  হয়, কয়লা থেকে সরে এসে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার করে সুন্দরবনসহ প্রাণ-প্রকৃতি সুরক্ষা করে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি রুখতে হবে।

one pherma

পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ এর সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধ এ বক্তব্য রাখেন,বাপা নেতা অধ্যাপক অসিত সরকার, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতা ফররুখ হাসান জুয়েল, শুদ্ধপ্রাণ’র সভাপতি দীপক চন্দ্র রায়সহ অনেকে।

ইবাংলা/জসিম উদ্দিন/১০ নভেম্বর ২০২১

Contact Us