ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  অবরোধ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের  ঘটনা ঘটেছে। ঘটনার পর দুই ওয়ার্ডের ৪ মেম্বার প্রার্থীকে আটক করেছে পুলিশ।

Islami Bank

এসময় প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  অবরোধ করে রাখে সংঘর্ষকারীরা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন বণিক জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তারা কিছু সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

one pherma

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রামের ৩৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ির ১২টি ইউনিয়ন, সীতাকুণ্ডের ৯টি ইউনিয়ন এবং মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ফটিকছড়ির ১টি, সীতাকুণ্ডের ৫টি এবং মীরসরাইয়ের ১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে হচ্ছে না। সদস্য পদে যথারীতি নির্বাচন চলছে।

ইবাংলা/টিপি/ ১০নভেম্বর, ২০২১

Contact Us