মন্ত্রণালয়ের কাজে দক্ষতা বাড়ানোর উপায় -পিনাকী ভট্টাচার্য

ইবাংলা ডেস্ক নিউজ

মন্ত্রণালয়ের কাজে দক্ষতা কীভাবে বাড়ানো যেতে পারে, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। শুক্রবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট এ তিনি এ সংক্রান্ত পরামর্শ দেন।

Islami Bank

আরও পড়ুন…টিসিবির ডিলারশিপ বাতিল হচ্ছে 

পিনাকী ভট্টাচার্য লিখেন, “আসিফ মাহমুদ এক ট্রলি ফাইলের ছবি দিয়েছে। আপনি যদি সেই কাগজগুলো দেখেন তাহলে বুঝবেন সব ফাইল শুধু একবার পড়তে কয়েক মাস লাগবে। আমাদের ব্যুরোক্রেসি এত ইন-এফিসিয়েন্ট হওয়ার কারণ এই পেপার বেইসড ডকুমেন্টেশন।”

one pherma

দ্রুত মন্ত্রণালয়গুলো পেপারলেস করতে হবে উল্লেখ করে তিনি আরও লিখেন, “এতে ইফিসিয়েন্সি বাড়বে। কোনো কাজে কতো সময় লাগছে সেটা জানা যাবে। কাজটা কোথায় আটকে আছে? বটলনেক কোথায়? সেটা জানা যাবে। কম লোক লাগবে, আর ফাইল হারাবে না। ফিজিক্যাল স্টোরেজ স্পেইস কমবে।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাস্যরস করে এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট লিখেন, “হাসিনার ডিজিটাল বাংলাদেশের আওয়াজে ভাবছিলাম সবকিছু ডিজিটাল হইছে। কিন্তু না, টাল হইছে, ডিজি-টা এখনো ফুটে নাই।”

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us