লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের রাজধানী বৈরুতে রাতভর চালানো বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন…জামায়াত-শিবিরকর্মীদের মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র শনিবার এক্স-এ (পূর্বে টুইটার) প্রকাশিত একটি পোস্টে জানিয়েছেন, “হাসান নাসরুল্লাহ মারা গেছেন।” ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে যে, তাদের হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের শীর্ষ কমান্ডার আলি কারকিও নিহত হয়েছেন।
একই সঙ্গে আরও কয়েকজন হিজবুল্লাহ কমান্ডারকেও হত্যা করার দাবি করেছে তারা। ইসরায়েলের মতে, শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলীতে চালানো হামলায় এই নেতারা নিহত হন।
এ ঘটনার পর হিজবুল্লাহ এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ফরাসি সংবাদ সংস্থা এএফপি হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানিয়েছে, শুক্রবার থেকে হাসান নাসরুল্লাহর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে ইসরায়েলি হামলায় মোট ছয়জন নিহত এবং ৯১ জন আহত হয়েছে।
এর আগে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন হামাস নেতা ইসমাইল হানিয়া। তেহরান ও হামাসের অভিযোগ, ইসরায়েলই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। যদিও তেল আবিব এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইবাংলা/রাজিব
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.