চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত

ইবাংলা প্রতিবেদক

ভারত ১৪ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং রপ্তানি শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়েছে। এর ফলে, বাসমতি ছাড়া অন্যান্য সব ধরনের চাল রপ্তানি পুনরায় শুরু করা যাবে। শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

Islami Bank

আরও পড়ুন…টিসিবির ডিলারশিপ বাতিল হচ্ছে 

ভারতের পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে মূলত চাল উৎপাদন হয়ে থাকে। গত বছর এসব অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় চালের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২০ জুলাই অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার।

one pherma

বিশ্বের প্রায় ৩০০ কোটিরও বেশি মানুষের প্রধান খাদ্য ভাত। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাল উৎপাদনে বিশ্বে শীর্ষ ছয়টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। তবে চাল রপ্তানিতে ভারত শীর্ষে, যা বিশ্ববাজারের ৪০ শতাংশেরও বেশি চাল সরবরাহ করে।

ভারতের শীর্ষ চাল রপ্তানি কোম্পানি রাইস ভিলার নির্বাহী সুরজ আগারওয়াল জানান, সরকারের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে চালের দাম হ্রাসে সহায়তা করবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। এটি ভারতের কৃষিক্ষেত্র ও আন্তর্জাতিক চাল বাজারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে তিনি মন্তব্য করেন।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us